আপনি চলবেন আপনার পথে, আমি আমার,
কিন্তু আইন বেছে নেবে তার চেনা রাস্তা |
বিচারের বাণীর ওপর আর কিছু না হোক
এখনো আছে আমার অগাধ আস্থা |


সে কাঁদতে পারে অন্ধকার কোণে বসে
অথবা অট্টহাস্য করতে পারে বারান্দার ওপর থেকে
অথবা সারা রাত জেগে আকাশের তারা গুণতে পারে
অথবা দিনের আলোয় আনতে পারে ভোরের স্বপ্নকে ডেকে |


আমার বিশ্বাস অটুট রইলো-
সত্য মানে গঙ্গা জল, সত্য মানে কৃষি জমি,
সত্য মানে আম জনতা, সত্য মানে মুক্তি...
পথ দেখাবে আইন- তার চরণেই আমি নমি |