চাওয়া পাওয়ার চক্করে পুরোটাই বেহিসাব।


তুমি যা চাও,
আমি তা চাই না।
আমি যা চাই,
তুমি তা চাও না।


আমি ঠিক বা তুমি ভুল
অথবা তুমি ঠিক বা আমি ভুল
এমনটা কখনোই নয়।
দুজনেই নিজের জায়গায় ঠিক-
যে যার মনের চাহিদা মেটায় মাত্র।


তর্ক করে লাভ কী!
অন্তরের বাসনা অন্তরেই থাক।


নিজের মন নিজে পড়ি-
অন্যের মাথায় কোন পাখির বাসা,
তা জানার কোনও প্রয়োজন বা অবকাশ নেই।
নিজের মাথায় নিমের ডাল সযত্নে সাজিয়ে রাখি,
ব্যবহার করি দাঁতন হিসাবে রোজ সকালে,
মনের আশা পূর্ণ হলেই চকচকে হাসি দেখাই সমাজকে।


তোমার মন আমার মন
নদীর এপার ওপার
একজন ভাঙলে, অপরজন গড়ে
অপরজন ভাঙলে, একজন গড়ে।
মানুষের একই মাংস, একই হাড়, রক্তের একই লাল রং,
তবু মন আলাদা, আলাদা হৃদয়ের উপলব্ধি,
আলাদা চাওয়া পাওয়া...