আমি আমার মতো বাঁচতে চাই |
আমি আমার মতোই হবো ভাই |
কে কী করলো নেইকো মাথা ব্যথা |
কী পেলাম আর কী পেলাম না- বলি না কথা |
যে ভাবে চলছে জীবন, চলুক সেভাবে |
যা লেখা আছে তাইতো হবে |
কপাল ভালো হলে- মনে আনন্দ |
কপাল মন্দ হলে, নেইকো দ্বন্দ্ব |
যতদিন বাঁচবো, বাঁচবো হাসি মুখে |
সুখে হাসবো আমি, কাঁদবো নাকো দুঃখে |
থামবো না, চলবো নিয়ে গতি |
ঝড় ঝাপটায় নিভবে নাকো জীবনের বাতি |
অচেনাকে চেনার তরে মাতে জীবন ছন্দ |
ভোগ করি পৃথিবীর রূপ রস গন্ধ |
মানুষের জন্য করবো কিছু- রাখি মনে আশা |
সকলকে জানাই আমার অন্তরের ভালোবাসা |
আমাতে আমি সদাই সন্তুষ্ট |
হবো নাকো পথভ্রষ্ট |