আমি যাবো না আর কখনো
নিজের থেকে দূরে।
যারে খুঁজি মন্দির মসজিদে
সে যে আমার ভিতরে।
দেশ বিদেশের রোশনাই
চোখ ধাঁধানো নজর কাড়ে।
দেখি নিজের পানে চেয়ে
যখন পড়ি তুফান ঝড়ে।
নিজের থেকে দূরে গেলেই
ফাঁদে পড়ার বিপদ বাড়ে।
নিজের কথা অধিক না ভেবে
ভাবো একটু তার তরে।
নিজেকে চেনার সহজ উপায়
দোষ লেখো রোজ ঠাকুর ঘরে।
রোজ তারে প্রশ্ন করো
যে লড়াই লড়ে তোমারই অন্তরে।