আমার কাছে বড় আমার আদর্শ।
আমার কাছে বড় আমার অস্তিত্ব।
আমার কাছে বড় আমার অনুভূতি।


আদর্শ, অস্তিত্ব ও অনুভূতি পেলেই
জন্মাবে অনুরাগ।
এসব ছাড়া অনুরাগ বৃথা।


তুমি আমাকে আনরোমান্টিক বলতেই পারো!
আমি বলবো, আমি কারো প্রেমে অন্ধ নই,
চোখ বন্ধ করে প্রেম হয় না,
প্রেম হয় চোখ খুলে,
সাথে কানও খোলা রাখতে হয়।


যার দু চোখ অন্ধ, দু কান কাটা,
সে বারবার প্রেমে পড়ে-
সেই প্রেমের কোনো মূল্য নেই।


বিশ্ব ও প্রেম বিশ্বাসের ওপর দাঁড়িয়ে,
তাই বিশ্বপ্রেম মানে দ্বিগুণ বিশ্বাস।  
অনুরাগের ছোঁয়া না পেলেও কোনো ক্ষতি নেই,
জীবন চলুক অমরত্বের পথে।