তুমি স্বাধীন মানে
পুরো দেশ স্বাধীন নয়।
তুমি বলতে পারো,
'সকলকে স্বাধীন করা যায় না'।  
আমি বলবো,
'তুমি নায়ক'।


নায়ক দেশকে স্বাধীন করার পরেই,
দেশকে পরাধীন করে ফেলে
কারণ সে গণতন্ত্র মানে না-
'বিপক্ষ' শব্দটা সে ঘৃণা করে।


আগে বিদেশ আমাকে পরাধীন রেখেছিল,
এখন দেশ আমাকে পরাধীন রাখছে।
স্বাধীনতার আসল মানে মানবাধিকার...
আমরা সবাই মানুষ!


গণতন্ত্র মেনে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে,
সে আসল নেতা।
সারা বিশ্ব তা স্বীকার করে।
সব নায়কের পতন হয়েছে বিশ্বে
কারণ মানুষের রায় ঈশ্বরের বাণী।


ডান বাম বলে কিছু নেই,
আমরা সব্যসাচী।