ভগবান দেখতে চান ভূতের নাচন-
ছত্রিশ লক্ষ টাকা পুড়লো রাতের আকাশের আঙিনায়!
এদিকে বিশ্বচরাচরে আছে দারিদ্রের মহাকাশ-
খাদ্যাভাব যেখানে প্রতিনিয়ত দেখায় ভূতের ভয়!
বাজির সাথে কী তাদেরও কপাল পুড়লো?
তারা কেন ভাগ পেলোনা হায়!  


কে কত বেশি পোড়াতে পারে টাকা,
নয়ছয় করতে পারে সাজানো যত কিছু।
হায় রে হায় একটা ছোট্ট ফুলকি শেষ করে দিলো সব-
খেলার আগুনের কাছে একশ জীবন করলো মাথা নীচু।
নাটের গুরু আছেন বেঁচে বহাল তবিয়তে!
ঠুলি পরা আইন কেন নিচ্ছে না তার পিছু?  


আমি তুমি পোড়াই না, আমাদেরই দোষ!
বলি আমরা কী শ্রী শ্রী নন্দ ঘোষ
না, বলির জন্য প্রস্তুত পাঁঠা?
ধর্মের নামে অন্ধকারে চোখ বুজে হাঁটা!