১) বানান


'বানান ভুল'।


'দাদা,
বিদ্যাসাগর মহাশয়-এর  'বর্ণপরিচয়'-এ এক বানান,
রবি ঠাকুরের রচনাবলীতে আরেক।
রবি ঠাকুরই বলে গেছেন-
ভাষা জীবনেরই রূপ,
তাই সর্বদা তাকে জীবনের মতো
সহজ করে নেওয়া উচিত।
এখন যুগ বদলেছে-
মেয়েরা হেঁসেলের কাজ ছেড়ে এখন অফিসে দৌড়ায় রোজ।  
ভাষাও নিশ্চয় তাদের সাথেই দৌড়বে,
এটাই স্বাভাবিক।
মেয়েদের জীবন এখন আগের থেকে অনেক সহজ,
ছেলেরা এখন তাদের সহজ বন্ধু,
তাই ভাষাও সহজ।
বানানে কোথাও কোনো ভুল নেই।
জীবন ও ভাষাকে সদা নিজের মতো আপন করে নিতে শিখুন'।


২) মুম্বাই


'মুম্বাই-তে থাকতে কী প্রচুর খরচ'?


'দেখো,
সেখানে কোটিপতিও থাকেন,
বস্তিবাসীরও বাস।
তুমি যেভাবে থাকবে,
খরচ ততই হবে।    
নিজেকে তুমি রাজা ভাবো, না ফকির ভাবো,
তার ওপরেই নির্ভরশীল তোমার খরচ।
ভারতে সব শহরে একই চিত্র।
বৈচিত্র কেবল মানুষে'!