যে দিন আনে দিন খায়
ভাগ্যে তার অভিশাপ।
পায়ের নীচে দেখে না কেউ:
সরকার বিরোধী কেউ নয় কারো বাপ!
লড়াই করে টিকে থাকা- এটাই মূল মন্ত্র।  
একদিন বসে থাকা বাড়তি চাপ।
বড়রা যে যার স্বার্থে করে খায়।
ছোটদের ধর্মটাও বিমুখ: জন্ম একটাই তবুও কর্মফলের পাপ।
জঙ্গল কেটে শহর হয় কিন্তু যে কাটে তার নেই ঠাঁই
অথচ সভ্যতা এগিয়ে এক ধাপ।
কারো সারা জীবন শীত
আর কেউ শীতে পোহায় রোদের উত্তাপ।


গাড়ি ঘোড়া বন্ধ হয় না,
বন্ধ খাওয়া দাওয়া।
হৃৎপিণ্ড বন্ধ হতে পারে
যদি না মেলে শ্বাসের হাওয়া !


স্বাধীন দেশে স্বাধীন সরকার
কিন্তু স্বাধীন নয় সব মানুষ।
বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়-
একটু মান, আর একটু হুঁশ।


বন্ধ ঘরে থাকে কে?
জগৎ আলোর মেলা।
হাজার হাতে হাতকড়া,
জীবন নিয়ে ছেলেখেলা।