১) বাঁদর


যত বড় বাঁদর,
সে তত উঁচু ডালে ঝুলবে-
এতো জানা কথাই।  
তাই বেশী ভালো মানুষ হারিয়ে যায়
মাঝ সমুদ্রের অতল তোলে
আর যত শত বিষধর ফণা গিলে খায় গোটা জগৎটাকে।
তাই ফণা তোলো ক্ষতি নেই,
নইলে গাছের নীচে হাপিত্যেশ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে,
কখন উঁচু ডালের বাঁদরটা দয়া করে একটা আম পেড়ে দেবে!    


২) ও কে


'টিভির পর্দায় যে দেখা দেয়, সে তোমার কে'?


'বহুকাল আগের খেলার সাথী।
তার সংসারের অভাব টেনেছিল তাকে বিপথে।
যে একবার পথ ভুলে যায়,
পথ তাকে আর ফেরত নেয় না।
তার মা বাবার চিকিৎসা করিয়েছিল সে,
আজ সে দারুণ অসুস্থ'।


'সাথীর সুখে যে হাসে, সে নিছক বন্ধু
কিন্তু সাথীর দুঃখে যে কাঁদে, সে বিশ্বাস।
তুমি মানুষ খাঁটি, তাই তোমার বিশ্বাসও।
আমি তোমাদের পাশে দাঁড়াবো'।


'আমি কারোকে ঠকাতে চাই না,
তুমি ঠিক চিনেছো আমায়'।  


'তুমি তাই ঠকবে না কখনো'।