মনে হয় সুখের মুহূর্ত গুলোকে বেঁধে রাখি!
ফ্রেমে আটকা পড়া সুখের দিন গুলোকে আগলে রেখে,
ভোগ করি চিরন্তন সুখ!
কিন্তু তা আর হয় কই?
সময় বড় নিষ্ঠুর-
জীবনের আরেক নাম সময় |
গঙ্গার জলের মতো বয়ে চলা:
এপার ওপারকে সাক্ষী রেখে |
কলমের ডগায়, কবিতার শব্দে
সুখকে বেঁধে রাখার বৃথা চেষ্টা করি...
তবু একটাই আশ্বাস-
সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয় |
এই মন্ত্র নিয়েই বেঁচে থাকি |
আসলে জীবনে সুখ দুঃখ নিমিত্ত মাত্র-
গতির স্রোতে সব হারিয়ে যায় |
যিনি কেবল গতি উপভোগ করেন, তিনিই সুখ দুঃখকে জয় করেন |
তিনি মনীষী |