বেলা গড়িয়ে দুপুর এল-
কালো মেঘ ছিল যত, সব ভিন দেশে উড়ে গেল।


বৃষ্টি বাদলের দিনগুলো সব
সূর্যের আলোয় হারিয়েছে রব।


উদ্ভিদ উঠেছে মাটি ফুঁড়ে-
গড়েছে শক্ত ভিত ডালপালা ছড়িয়ে।


এক হাতে সে ধরেছে আকাশ, অপর হাতে মাটি।
চিন্তাধারা, জীবন যুদ্ধ...সবই তার খাঁটি।


দুপুর রোদে ছায়া পায় ক্লান্ত পথিক।
যে পথ ধরে চলেছি আমি, তা সহজ না হলেও সঠিক।


নিম্নচাপ, নৌকাডুবি, কূল ভাঙ্গা ঢেউ, বন্যার কবল...
কোনও কিছুই স্হায়ী নয়, প্রগতিই সম্বল।


চলার পথে ধুলো যত,
সাক্ষী সুখের, কান্না ঝরায় বুকের ক্ষত।


নদীর স্রোত বয় বুকে।
আলোর রোশনাই দু চোখে।


চলেছি আমি, চলছি আমি, চলব আমি-
আমার চলার খরব রাখেন আমার অন্তর্যামী।