জীবন অমূল্য, তাই জীবনকে কষ্ট দেওয়া পাপ |
ঘৃণা ও হিংসা সবথেকে বড় অভিশাপ ||


সবার মধ্যে আমি আছি, আমার মধ্যে সবাই |
দয়া মায়া শ্রদ্ধা ভালোবাসা- আমিত্ব পুড়ে ছাই ||


আঘাত করলে আঘাত পাবে, ভালোবাসলে শ্রদ্ধা |
লাভ ক্ষতির হিসেব রাখে না মহাপ্রাণ যোদ্ধা ||


বড় মানুষ যদি হতে চাও, নিজের গায়ে চাবুক মার |
অর্থই অশান্তির মূল কারণ, তাই অশান্ত বড় লোকের ঘরও ||


প্রকৃত জ্ঞান আলোকিত করে মুক্তির পথ |
সঠিক পথে চলার, সঠিক কাজ করার, নিই শপথ ||


লোভ আর ক্ষোভ- জন অরণ্যে আগুন |
নিজের ভিতরে জ্বলন- নিজের সত্তা নিজেরই হাতে খুন ||


ঝরুক শান্তির বারিধারা, আগুন যাক নিভে |
চোখের দৃষ্টি সুদূর হোক, লালা শুকক জিভে ||


ব্যক্তি ও সমাজ যেন হতাশ না করে |
নিজের ভিতর মগ্ন যে, হাল সেই ধরে ||


চলবে