বিবেকই হবেন বটগাছ, তাঁর ছায়াই মুক্তি দেবে |
নিজের মুক্তি ভাবেননি তিঁনি- হাজার হাজার ক্লান্ত পথিক আশ্রয় নেবে ||


ঠাকুর স্বপ্ন দিলেন, ভারত মহাসাগর হেঁটে করলেন পারাপার |
স্বপ্ন ভেঙে জাগলেন বিবেক- প্রদীপের শিখায় আলোকিত জনম দুঃখিনীর ঘর ||


হাজার বছর ধরে বন্ধ মন্দিরের খুললো দরজা |
ঢুকলো প্রাণের আলো, মুক্ত বাতাস, জ্বললো প্রদীপ- মৃত মানুষ তরতাজা ||


মজে যাওয়া নদীর বুকে প্রাণ চঞ্চল স্রোত |
যুক্তিবাদের প্রবল বন্যায় অন্ধ মানুষের ফিরলো দৃষ্টি- মুক্ত কপোত ||
  
বেদ বেদান্ত বেদাঙ্গের বৈজ্ঞানিক ব্যাখ্যা |
হিন্দু কোনও ধর্ম নয়, সনাতন পেলো আখ্যা ||


মানুষ বুঝলো নিজের অস্তিত্ব, ভাবতে শিখলো গভীর |
অশান্ত অস্থির প্রাণ সুধা রসে শান্ত স্থির ||


ভারতবর্ষ জ্ঞানের দেশ, গুণীর ভান্ডার |
দর্শন মুছে দেয় ঘরে ঘরে শতাব্দীর ঘন অন্ধকার ||


কোনও কিছুই হারায় না, লুকিয়ে থাকে মনের অজানা কোণে |
স্বমহিমায় বিচ্ছুরিত হয়, ফুরফুরে হওয়া লাগে প্রাণে ||


চলবে