নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় সভ্যতা সরে আসে আরও পূর্বে |
গঙ্গার উপকূলে বসে মানুষ প্রথম গ্রন্থ লেখেন সযত্নে গর্বে ||


কী তার রূপ, কী তার রেখা, জানা নেই আমার |
আদি নেই, অন্ত নেই- সময়ের মতো অনন্ত অপার ||


পুজো অর্চনা, দান ধ্যান, হোম যজ্ঞ, মানব সেবা শেখালো ভারত |
সনাতন ধর্মের হুংকার দিলেন দেবরাজের ঐরাবত ||


মাঙ্গলিক সদা আঁকা মঙ্গল ঘটে |
ঘরের দুয়ারে স্বস্তিক চিহ্ন, প্রশান্তি ললাটে ||


সাদা চামড়ার মানুষ লেখাপড়া শেখেনি আমাদের আগে |
আফ্রিকা থেকেই মানুষের উৎপত্তি- কারো কী মনে সন্দেহ জাগে ||


বড় তারাই যারা মানুষকে নারায়ণ জ্ঞানে করেন সেবা |
চাবুক চালিয়ে পায়ের তলায় রেখে কবে বড় হয়েছে কেবা ||


কারো দেশ দখল করতে যায়নি, বলেছি শান্তির কথা |
শিখিয়েছি পরিত্রাণের মন্ত্র, প্রশমিত করেছি ব্যথা ||


সুশিক্ষা ও নম্রতা কখনওই দুর্বলতা নয় |
বীরপুরুষ ক্ষমা করে, ছড়ায় না যুদ্ধ ভয় ||


(চলবে)