তারপর শুরু হল বর্বর যুগ, মোমের শিখার মতো কাঁপে বুক |
বাবরের প্রার্থনা ছিল আস্তানা গড়বে- আসা নয়কো হঠাতের হুজুক ||


সব ধর্মই সনাতনের অঙ্গ |
তবু বর্বরতার হয়না কভু স্বপ্ন ভঙ্গ ||


অপরাজিত সম্রাট, অপরাজিত সাম্রাজ্য, অপরাজিত ধর্ম- কে রোধে |
বাবরের হল আবার জ্বালা সরিল ঔষধে ||


হাজার ফতোয়ার ভিড়েও সনাতন আপন অস্তিত্বে উজ্জ্বল |
মানুষ হারায় না তবু মন হারানো মনোবল ||


হুমায়ু আকবর ছিলেন ব্যতিক্রমী |
বাকি সব সম্রাট ও সুন্দরীর গল্প- ক্ষমতার লোভ আর রূপের রক্তে রাঙা ভূমি ||


নূরের আলোর নীচে ক্ষমতার অন্ধকার |
মমতাজের কবরের ভিতর বিরহের হাহাকার ||


ধর্মের মোহে অস্ত্র তোলে যে জন, ধর্ম তাকেই করে ত্যাজ্য |
তার নীতিই দুর্নীতি, বীরত্ব বর্জ্য ||


যে যত বড় শিক্ষিত, সে তত বড় লুটেরা |
কাকে ছেড়ে কাকে বলি- যুগ থেকে যুগ সময় অধরা ||


(চলবে)