ভারত চরিত মানস


হে সিন্ধু, আদি পিতা, তুমি ব্রহ্মারও বড় |
আমার এই শ্রদ্ধা মাখানো প্রণাম গ্রহণ করো ||


সূর্যের দেশ- সূর্যের আলোয় আলোকিত |
সভ্যতার যাত্রা শুরু- পথ চলায় আনন্দিত ||


ভারতের মাটিতে বসে গাঁথা ভারতীয় সংস্কৃতি |
ভারতের মানুষজন বর্ণিত তাঁর গতি প্রকৃতি ||


ভারতের মাটিতে যা লেখা, তা ছিল, তা আছে ভারতেই |
বাইরে থেকে আসেনি কেউ- সাদা চামড়ার ঠাঁই নেই ||


সভ্যতা হারিয়ে গেছে, হারায়নি শ্রুতি |
সূর্য যেমন অমর, তেমনই অমর বেদান্তের জ্যোতি ||


সারা পৃথিবী আমাদের আত্মীয়- নেই মানুষে মানুষে বিভেদ |
সবার মধ্যেই তিঁনি আছেন- সুসম্পর্কের নেইকো ছেদ ||


আমরাই আর্য, আমরাই অনার্য, আমরাই ব্রাহ্মণ, আমরাই চণ্ডাল |
যে মানুষের যে কর্ম- একই জন্মে তার ফল ||


মানুষ অমৃত হতে জাত, অমৃতেরই সন্তান |
কর্ম হোক অমৃত স্বরূপ, জীবনের জয়গান ||

(চলবে)