ভবিষ্যৎ কে বলতে পারে?
হাতের রেখা?
গ্রহ নক্ষত্র?
বাস্তু শাস্ত্র?
আমার জানা নেই।
ওই যে পাথর নিয়ে, শিকড় নিয়ে
বসে আছেন যিনি, তার সব কথা ফলে না।
যা ফলে তা আমার চেষ্টার ফল
আর যা ফলে না তা যোগ্যতা না বুঝে চাওয়া।
লেগে থাকলে ইচ্ছে পূরণ হয়-
এতে আবার কপাল বা ছক কী!
অসাবধান থাকলে ক্ষতি হয়-
এতে আবার সাড়ে সাতি কী!
হ্যাঁ, অসময় সকলের জীবনে আসে,
যেমন করোনা কালে লকডাউন।
লকডাউন কাটিয়েও ওঠে সকলে।
চিরকাল কেউ শুয়ে বসে থাকে না,
চিরকাল কেউ দৌড়াতেও পারে না।
সারা জীবন কেউ কাঁদে না।
সারা জীবন কেউ হাসেও না।
সময় আমাদের হাতের মুঠোয় না থাকলেও,
জীবন আমাদের হাতের মুঠোয়।
আমরা অনেক কিছুই পাই।
হারাইও অনেক কিছু।
এটাই জীবন।
খালি হাতে আসা ও যাওয়া
কিন্তু একেবারে খালি হাতে কেউ পথ চলে না।
চলার পথে কেবল লেনদেনের খেলা।
এটা জীবনেরই মানে।
হিসেব ছেড়ে তাই চলার আনন্দে মাতি।