আমার ভূত এসে বলে আমায়,
'এসবে তোর কী এসে যায়!'
আমার মতো থাকতে শেখ-
নিজের ডেথ সার্টিফিকেট নিজেই লেখ |
মরে বাঁচা অনেক সহজ,
বেঁচে মরে থাকা মানে জলে ভেজা কাগজ |
মুক্ত হয়ে যাবি সব মায়া থেকে |
কর্তব্যের জালে যাবি না জড়িয়ে বেঁকে |
কারো সুখ দুঃখ, হাসি কান্না, জয় পরাজয়
দেখে, তোকে হতে হবে না বিচলিত, পেতে হবে না ভয় |
বড় হওয়া, মানুষ হওয়া- সব হওয়ার সাথে মিলিয়ে যাবে |
সময়ের টানাপড়েন তোকে না জ্বালাবে, না গিলে খাবে |
তাই বলছি, ভূত হয়ে যা এখনই-
হবে না কখনও তোর জীবন হানি!'