মেয়েটা ছেলেটাকে নিয়ে আলাদা থাকতে চায়।
ছেলেটা মা বাবাকে ছেড়ে যাবে না।
মেয়েটার কী আক্কেল!
ছেলেটারই বা দোষ কোথায়?


বাবার মক্কেলের ঘরের কথা,
ঘুরে এসে বললেন।
আমি বললাম, 'ছেলেটার উচিত ডিভোর্স করা'।
বাবা বললেন, 'খোরপোশ দিতে হবে। বড়লোকের মেয়ে। এখন আইন মেয়েদের পক্ষে'।
'মেয়ে যদি খারাপ হয়, তাও। কত নিরীহ ছেলে ফাঁসবে'!  
'আইনেরও ফাঁক আছে'। ।


মা যোগ দিলেন,
'সব ক্ষেত্রে কী মেয়েদেরই দোষ?
দেখ ছেলেটার কোথাও কিছু আছে'।
আমি বললাম, 'মেয়েটারও তো থাকতে পারে'।
বাবা বললেন, 'তোর যখন নেই, তোর বৌ-এরও থাকবে না।
পরকে নিয়ে অযথা চিন্তা করিস না'।


সংসারে অনেক গোপন কথা থাকে,
যা বাইরের লোককে বলা যায় না।
হতে পারে যে মেয়েটা ওর শ্বশুর শাশুড়ি সম্পর্কে কিছু জানে
বা ওদের ব্যবহারে ব্যথিত,
তাই বরকে নিয়ে আলাদা থাকতে চায়।
মেয়েটার মা বাবাও খারাপ হতে পারে।


যাক, এই আলোচনা বন্ধ হোক।
সব ঘরে বিষবৃক্ষ নেই-
অকারণে তার বিষ পান করে কী লাভ!