বিদায় যত ক্লান্তি, যত গ্লানি।
তার পথে কেন থাকবে জীবনের হয়রানি।
তার পথে কেবল ফুর্তির আনন্দ।
নেই ক্লান্তির ঘুম বা গ্লানির ধন্দ।


ঘুরে দাঁড়াতে সময় লাগে না অত।
পথ চলতে ব্যস্ততা হারাই যত।
লাগে কেবল হৃদয় ভরা মন
আর প্রাণে ভরা হৃদয়ের জীবনপণ।


ঘুরে দাঁড়াবার সময় নিজের হাতেই।
পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের খাবার পাতেই।
এক নিমেষে ঝেড়ে ফেলি যত কালিমা।
কালিমা ভুলেই দেখি নিজের ভিতরে তার মহিমা।


বিদায় যত ক্লান্তি, যত গ্লানি।
তার পথে কেন থাকবে কালের হানাহানি।
তার পথে কেবল অমরের অমৃতা।
নেই ক্লান্তির অভিশাপ বা গ্লানির মূর্খতা।