যে একবার ম্যাচে জিতে মেডেল পেল
সে কখনোই বিজেতা নয়।
যে প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকে
সেইই আসল বিজেতা।


একবার জেতা ভাগ্যের ব্যাপার।
হাজার প্রতিকূলতার ভিড়ে রোজ বেঁচে থাকা
আত্মশক্তি ছাড়া কখনোই সম্ভব নয়।
যেমন সিনেমার হিরো ও বাস্তবের হিরো।


প্রতিকূলতার সাথে সাথে শ্বাস ফেলা
প্রত্যেক পলকে একটা করে মেডেল জেতা।
এই বিজেতার ইতিহাসের পাতায় ঠাঁই নেই
কিন্তু যে থাম ধরে রাখে মানব সভ্যতা
তার পদতল আঁকড়ে রাখে এরা
থাম যাতে পড়ে না যায়
অটুট থাকে সভ্যতাও।