নির্মল আকাশ কাশের হাওয়া এনেছে খবর-
শারদ প্রাত উৎসবের আমেজে মধুর মুখর।
ঝলমলে রোদের কোমলতা কঠিন হিয়ার মাঝে।
পূজোর বিজয় ঢাক আপন তালে অপার ছন্দে বাজে।
শিউলির তাজা গন্ধে ভরে ওঠে বিষণ্ণ মন।
মায়ের আগমনে অন্ধকারময় অসত্যের চির দমন।


উপেক্ষা করে অনাচার অবিচার দূর্বলতা ভয়,
চলো সৃষ্টি করি মুক্তির আবহ...এ হৃদয় কয়:
বলো দুগ্গা মাঈকী জয়।


মিলেমিশে একাকার গোটা বিশ্বসংসার-
দুঃখ নিল চির বিদায়: অন্ধকার নেইকো আর।
জেগে ওঠো মেতে ওঠো এই শুভ দিনে।
সত্যের শপথ নিই এই মহেন্দ্র ক্ষণে-
অধর্ম সব যাক চুকে:
মানবতা জাগুক ধর্মান্ধ দেশের স্তব্ধ বুকে।


উপেক্ষা করে অনাচার অবিচার দূর্বলতা ভয়,
চলো সৃষ্টি করি মুক্তির আবহ...এ হৃদয় কয়:
বলো দুগ্গা মাঈকী জয়।