মনের মতো মানিয়ে নেওয়া যায়
ক'জনের সাথে?
আজ মিল তো কাল কলহ।
মনের সঙ্গী কখনই মেলে না এই জগতে,
তাই সঙ্গ থাকলেও মানুষ সর্বদা সঙ্গীহীন।


কেবল নিজের সাথে যে কথা বলতে পারে,
সেইই কেবল লিখতে পারে দর্শন।
জীবনটা দর্শন নয় জানি,
রূঢ় বাস্তব
কিন্তু বাস্তবের মাটিতে যখন আমরা মুখ থুবড়ে পড়ি,
তখন কোনো বন্ধু আমাদের হাত ধরে টেনে তোলে না-
যে আমাদের হাত ধরে টেনে তোলে,
সে হল দর্শন
অর্থাৎ নিজের সাথে কথা বলা
অর্থাৎ আত্মোপলব্ধি।


ভয় হয়
যদি নিজের প্রশ্নের জবাব নিজে না দিতে পারি,
যদি নিজের সাথে নিজে কথা বলতে না পারি,
যদি নিজের উত্তরে নিজেকে সন্তুষ্ট করতে না পারি,
তাহলে নিজের ভিতর নিজেরই মৃত্যু হবে।
যে মানুষ দার্শনিক নয়,
সে নিজের ভিতরে সদা মৃত-
তাই নিজেই নিজের ভাল বন্ধু হয়ে গেলাম!