স্বাধীনতা পেতে বহু সময় লাগে,
কিন্তু তা হারাতে লাগে এক মুহূর্ত।
ভালো খারাপের নীতি-
ভালো মানুষ হতে বহু কষ্ট করতে হয়,
কিন্তু অতি সহজেই খারাপ হওয়া যায়।


মানুষ আজ বন্দি।
স্বাধীনতা আজ বন্দি।
ভালো যা কিছু আজ বন্দি।
তাহলে মুক্ত কে?
অমানুষ,
পরাধীনতা,
খারাপ যা কিছু...


উত্থান পতন সব যুগেই হয়,
সব কালেরই নিয়ম এটা।
তবে সময়ের সাথে মাথা তুলে দাঁড়ায় সভ্যতা-
এখানে সময়ের সাথে মাথা তুলে দাঁড়িয়েছে
অসময়ের অসহায়তা।


বহু মানুষ ভারতে ফিরতে চায়।
ভারত চিরকালের আশ্রয়দাতা
আদিম যুগ থেকে।
এটা ভারতের ধর্ম।


বিমানের অপেক্ষায় ভারত
কিন্তু বিমান আসবে কোথা থেকে?
প্রাণের মুক্ত হাওয়া আজ বন্দি হয়ে
ঘুরপাক খাচ্ছে বিমানবন্দরে!