১) বয়স


যখন থেকে শুরু করবো কাজ,
সেটাই বয়স,
আলাদা করে বয়স হয় নাকি আবার?
প্রথম বয়সেও পিএইচডি হয়,
আবার শেষ বয়সেও-
অর্থাৎ জ্ঞান অর্জন।
জানার কোনো সীমা নেই,
এ কথা সকলে আমরা জানি,
আসল কথা হল,
জানার কোনো বয়স নেই।  


২) আপনার কবিতা গুলো


'আপনার কবিতা গুলো এবার থেকে
আমাদের ওয়েবসাইট-এ ছাপবেন'?


'না, একদমই না।
যখন লেখা শুরু করি,
তখন এসেছিলাম আপনাদের কাছে।
শিয়াল কুকুরের মতো তাড়িয়েছিলেন-
এখনো গায়ে লেগে আছে অপমান-
সাবান দিয়ে ধুয়েও যায়নি।
এখন আমি মধ্য গগনের সূর্য,
আমার নাম ভাঙিয়ে খাবেন তাই-
বেহায়ারও জাত হয়,
তোরা বেহায়ারও অধম'।