আমি ব্যবসা বুঝি না
কিন্তু লোকে আমাকে ব্যবসায়ী বলে।
টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামাই না
কিন্তু মাছ ধরি হাত না ভিজিয়ে জলে।
বন্ধনে বিশ্বাস করি, বিশ্বাস করি একতায়
কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলি না।
অন্তরের কথা প্রকাশ করি কবিতায়
কিন্তু যেচে কারো ব্যাপারে নাক গলাই না।
নিজের স্বার্থ দেখি, এ কথা ঠিক
কিন্তু প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
স্বার্থপর নই  কখনও: দিই ভিখারীকে ভিখ
আর ভাগ বাটোয়ারা গ্রহণের হাতছাড়া সুযোগ এখনও হাতে পাইনি।
ব্যবসায়ী মানুষ, মানুষ ব্যবসায়ী
তথাপি আমার অন্ধকারে আলোর রোশনাই।