১) চাওয়া


যা চায়,
মানুষ তা পায় না।
যা আত্মবিশ্বাসের সাথে চায়,
তাই পায়।
অতএব চাঁদে যাওয়ার স্বপ্ন ত্যাগ করে,
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাতের আকাশের চাঁদ দেখো।
দেখবে চাঁদের মুখেও বাস্তবের বলিরেখা!


২) নিজের কাছে


সকলের কাছে ভালো সেজে
কোনো লাভ নেই,
কেবল নিজের কাছে সৎ হও।
সকলের কাছে যে ভালো সাজে,
সমাজ তাকে আস্ত গিলে খায়।
যে নিজের কাছে সৎ,
সামাজিক লোকাচার তাকে কখনোই
বেঁধে রাখতে পারে না।
ভালো মানুষী তলিয়ে যায়,
ভালো মানুষ বেঁচে থাকে।


৩) পুতুল না মানুষ


পুতুলে প্রাণ নেই-
প্রাণ প্রতিষ্ঠা করেও কোনো ফল নেই।
মানুষে প্রাণ আছে বৈকি-
প্রাণ প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই।


পুতুল পুজো বন্ধ করে,
চলো খুঁজি তাঁকে মানুষের হৃদয়ে।
মানুষকে যিনি অর্ঘ্য দান করেন,
প্রকৃত যোগী তিনি।  


মানুষকে ছোট করে
পুতুল পুজোয় যে মত্ত,
আগামী দিনে সে হবে
মানুষেরই খেলার তুচ্ছ পুতুল।