সবাই সব কিছু মেনে নিতে পারে না
কারণ সবাই সব কিছু করতে পারে না।
সব কাজ যদি একটা মানুষ করতে পারতো,
তাহলে সবার সব কাজ সে সহজেই মেনে নিতে পারতো।
তাই জোর করে কিছু চাপিয়ে দেওয়া মানে-
অযথা কারোকে কষ্ট দেওয়া।
সবাই পিএইচডি করতে পারে না,
সবাই প্রেমও করতে পারে না।
প্রথমজন যেমন হেরো নয়,
দ্বিতীয়জন তেমন কাপুরুষ নয়।


দোষ করে দোষী আর দোষ না করে দোষী,
আকাশ পাতাল তফাৎ।
প্রথমটা সামাজিক নীতি,
যার প্রয়োজন সব থেকে বেশি
আর দ্বিতীয়টা সামাজিক দুর্নীতি,
যার প্রয়োজন কেবল ব্যক্তিগত হতাশা মেটানোয়।
যেমন বিয়ের আগে যদি কারো জীবনে কোনো অঘটন ঘটে,
সে নির্দোষ হলেও,
তাকে সেই ক্ষত বয়ে বেড়াতে হয় আজীবন
আর যদি সেটা বিয়ের পরে ঘটে,
সে দোষী হয়েও
নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে।