১) চন্দনা


মাছের নাম চন্দনা,
পুরো ইলিশেরই রূপ!
পাতে পড়লেই বোঝা যায়,
কেনার সময় নয়।
যে বেচছে, সে মানুষ রূপী,
দেখে বোঝা দায়-
তবে একবারের বেশি
সে একজন মানুষকে ঠকাতে পারে না।
যে কিনছে, সে ভেজাল ঘৃণা করে,
তবু সুযোগ পেলেই উপরি নেয়-
একবারের বেশি কারো কাছ থেকে তা নিতে পারে না।
দাদা, গোটা দুনিয়াটা যে চন্দনা ইলিশ-
আমি আপনি তার পেটের না পাড়া ডিম মাত্র!
মানুষ এখানে ঠকে বহুবার-
তবে একজনের কাছে একবারই-
কারোকে একবারের বেশি ঠকাতে পারুক ছাই না পারুক!


২) দুই রকম নীতি কেন


নিজের মেয়ে শ্বশুর শাশুড়ির কোনো সেবা করবে না  
অথচ পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সেবা করবে!


জামাই দারুণ ভালো,
বিপদে আপদে তার শ্বশুর শাশুড়িকে দেখে
কিন্তু ছেলে মোটেই ভালো নয়, সে শ্বশুর বাড়ির দলে,
তাদের অসুবিধায় সদা ঝাঁপিয়ে পড়ে!