সিগারেট পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ তা আমার জানা নেই,
তবে যখন যিনি ওটা টানেন, তখন ওটা তারই অনুরূপ বলা চলে!
সিগারেট খেলে নিজের ক্ষতি হয় জানি,
অন্যের মর্যাদাহানি হয় কিনা জানি না-
তবে এতে প্যাসিভ স্মোকিং হয়: সেটা ভালো নয়।

তুমি যত খুশি ধোঁয়া টানো তাতে আমার কোনও আপত্তি নেই-
কিন্তু সেই ধোঁয়া যেন আমার নাকে না ঢোকে!
তাহলেই আমি তোমায় কিছু বলবো না, তা তুমি পুরুষ হও বা নারী হও।

কিন্তু পুরুষ পাপ করলে সাত খুন মাফ,
আর নারী তার অনুকরণ করলে খুন না করেই ফাঁসি-
এ জিনিস আমি কীভাবে দেখি বলো!
সেই নারীর সাথে আমার কোনও সম্পর্ক নেই,
তবুও তার হয়ে আমি গলা বাড়াবো
চিড়িয়াখানার চিরবন্দী জিরাফের মতো
কারণ গণতন্ত্রকে রাস্তায় পড়ে থাকা শুকনো পাতা ভেবে,
কিছু লোক জেনে বুঝে তা মাড়িয়ে গেলো,
আর তারই মর্মর শব্দে আমার স্বার্থপরতার ঘুম ভাঙলো!