১) দায়িত্ব


বিয়ের দিন
আগুনকে সাক্ষী রেখে
স্বামী,
'তোমার সব দায়িত্ব আমার'।


জীবনের শেষ লগ্নে
স্ত্রী,
'এই মানুষটা আগে যাক।
আমি না থাকলে ও নিজের দায়িত্ব নেবে কীভাবে'!


২) ঝড়


ঝড় হুট্‌ করে আসে
হুট্‌ করে চলেও যায়।
মানুষের জীবনের মতো-
সেদিন জন্মালো,
আজ মহাপ্রস্থানের পথে।


ঝড় ফেলে রেখে যায়
কিছু চিহ্ন-
ভাঙা বাড়ি, উপড়ানো গাছ, জলমগ্ন রাস্তা, মৃতদেহ...
মানুষ শেষ যাত্রার আগে ফেলে যায়
সাধের ঘরবাড়ি, শোকার্ত পরিবার, অজানা ভবিষ্যৎ, নিবিড় শূন্যতা...