আমার প্রচুর ডাকনাম আছে।
জন্মের সময় মা মারা গেল, বাবা নাম রাখল, 'অভাগী'।
সৎ মা ভালোবেসে বলতো, 'মুখপুড়ী'।
বিয়ের পর স্বামীর চাকরি চলে গেল, স্বামী বললো, 'অলক্ষ্মী'।
বাচ্চা হয়েই মারা গেল, পাড়ার লোক বললো, 'হতভাগী'।
স্বামীর দ্বিতীয় বিয়ের সময় শ্বশুর শাশুড়ী বললো, "দূর হ, 'অভিশাপ'"।
এখন ভিক্ষা করে খাই।  লোকে বলে, "মুখ দেখাও পাপ, 'অপয়া'"।
ওই পাগলটা এখান দিয়ে গেলেই, আমাকে বলে, 'হতচ্ছাড়ী'।