ধর্ম মানে
যে ধারণ করে-
চিত্তনিবৃত্তি
ইন্দ্রিয়সংযম
তপস্যা
কায়িক-বাচিক-মানসিক শুচিতা
ক্ষমা
সরলতা
স্বাধ্যায়
তত্ত্বানুভব
ও আস্তিক্য।
যে বীর, কেবল সেইই ধারণ করতে পারে-
এই নয় গুণ বীরের ধর্ম-
বীরের ধর্ম যুদ্ধ করা নয়।


যার ধারণ করার ক্ষমতা নেই,
সে অধার্মিক।
যে ধারণ করে স্বাধীনতার নামে স্বেচ্ছাচার করে,
সে অধার্মিক।
যে নিজে ধারণ করে কিন্তু অন্যকে ধারণ করতে শেখায় না,
সে অধার্মিক।


ধর্ম কোনও বই নয়,
একটা সংস্কার মাত্র।
বই পড়ে সংস্কার শেখা যায় না,
এতে কুসংস্কার জন্মায়।
বই-এর পোকা বই-এর ভিতরেই ঘুমিয়ে পড়ে।
কিছু পোকা কেবল কামড়াতে জানে।
অভ্যাস ও সাধনা তোতা পাখি নয়,
আকাশের বুকে উন্মুক্ত এক ঘুঘু।
ঘুঘু না উড়লে শান্তির বারিধারা ঝরবে কিভাবে?