তিনি চলে গেলেন হিমালয়ের পথে।
শুনলাম গুহায় ঢুকে ধ্যানে বসেছেন।


যা কামাবার,
তা পাঁচ বছরেই কামিয়ে নিয়েছেন-
সারা জীবনের কামাই।
প্রজন্ম নেই,
তাই একটাই জীবন।
সংসার আছে আবার নেই।
যত সাদা টাকা ছিল,
তাও কালো রং করে দেওয়া হয়েছে।
জগৎ থেকে আর কিছু পাওয়ার নেই,
তাই জাগতিক সুখ মিথ্যে।
যদি ভগবান পাওয়া যায়,
তাহলে সমাজের চোখে ভগবান হওয়া যাবে!


শেষ দফার মতদান এখনো বাকি।
উনি কি বুঝে গেলেন তার ফলাফল!
হাওয়া ওনার দিকে বইছে না।
হাওয়াটা হঠাৎ হাওয়া হয়ে গেছে!


যেখানেই ধ্যানে বসবেন,
ওখানে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হবে।
ওনার স্যাটেলাইট ধ্যানমগ্ন ইয়েতিকে
সঠিক জায়গায়, সঠিক সময় চিহ্নিত করতে সক্ষম হবে!