দুটো পথ গেছে তার দিকে।
কোন পথে গেলে পাবো তাকে।
এ পথ দিয়ে গেলাম। পুরোটাই ফিকে।
ও পথে গেলেই আলেয়া ডাকে।


মিছে দেখি পথের সাথী।
নিজের নাগালে মুক্তির নথি।


যত বার যাই একই বিপদে পড়ি।
বিপদ ছাড়া কোথায় তাকে পাবো।
কি করলে বিপদ কাটে ভেবে মরি।
ভাবি এবার কোন পথ দিয়ে যাবো।


মিছে দেখি পথের সাথী।
নিজের নাগালে মুক্তির নথি।


ভাবতে ভাবতে দেখি দু চোখ মেলে।
পথ যে আমার অন্তরেই আছে।
কখনো পাবো না তাকে দূরে গেলে।
সে যে বসে জিরোয় কত কাছে।


মিছে দেখি পথের সাথী।
নিজের নাগালে মুক্তির নথি।