দু পাশে কুল
কিন্তু কোথায় কিনারা!
নদীর মতো বহমান সংসার,
সুখের ভিড়ে ভারী যাতনা।


মন মত মতবাদ
উচ্চতা দেখা গেলেও
তল অতল তলে-
চেনা মুখে অচেনা সুর।


মনের মানুষ মনের গভীরে
মনের ব্যথার সাথী।
ঢলের মাঝে একাকীত্ব
জীবনটাই ফাঁকি।


মায়া বড়ই আজব বস্তু,
মোহর বশে মন।
বন্ধন সেতারের তার,
ব্যথিত হৃদয়ে ছেড়া তারের ঐক্যতান।


তবু সংসার ও সন্ন্যাসের মধ্যে
সংসারই প্রিয়।
মান অপমান বড়ই আপন,
তার থেকেও আপন আপনজন।