তুমি আমায় দু বেলা দু মুঠো ভাত দাও।
আমি কাজ করি রোজ পেট ভরে খেয়ে।
একদিনও তোমাকে আমি খাওয়াতে পারি না।
ঋণের বোঝা মাথায় নিয়ে, উপোস করে তোমার দিন যায় বয়ে।
'কৃষকের কাছে আমি চির কৃতজ্ঞ',
প্রণাম করি তোমায় এই কথা কয়ে।


কত বিপদ আপদ থেকে আমায় তুমি রক্ষা কর।
তুমি না থাকলে হয়ে যেতাম পরের গোলাম
অথবা এই ক্ষুদ্র দেহ হারাতো প্রাণ।
তোমাকে পারিনি দিতে কাজের দাম।
সৈনিকের ত্যাগ ক্লেশ দিয়েছে আমায় ছায়া স্বাচ্ছন্দ্য।
কবিতা লিখে তোমায় আমি পূজো করে গেলাম।