এই একটা দিন সকলে এক হয়ে যায়-
ধনী গরীবের মধ্যে কোনও ভেদাভেদ নেই,
শাসক শোষিতর মধ্যে কোনও ঝামেলা নেই,
ভালো খারাপের মধ্যে কোনও দূরত্ব নেই,
পুরুষ নারীর মধ্যে কোনও ফারাক নেই...


এর নামই উৎসব।
এর নামই মিলন।


আল্লা সবার সহায় :
ধনী গরীব শাসক শোষিত ভাল খারাপ পুরুষ নারী
সকলেই তাঁর চোখে সমান,
সকলেই তাঁর সন্তান।


সকলে ভাই ভাই,
সকলে বোন বোন,
সকলে ভাই বোন।


নতুন সাজে সেজেছে গোটা দেশ-
একত্বের সাজ,
শান্তির সাজ,
মুক্তির সাজ,
প্রেমের সাজ,
দয়ার সাজ
ও সত্যের সাজ।


এই একটা দিন
কেউ অভুক্ত থাকে না,
কেউ ব্যথা পায় না,
কেউ অভাবের তাড়নায় বঞ্চিত হয় না...


কেন সারা বছর ঈদ হয় না!