একেক দিন লেখায় মন বসে না-
সেদিন আবেগ থেকে রাগ জন্মায়-
কাছের মানুষকে ভুল বুঝে ফেলি,
দূরের মানুষকে বিশ্বাস করে ফেলি;
নিজের প্রতি ঘৃণা জন্মায় বলেই
শত্রুর শত্রুতাকে বরণ করে আনি ঘরে।


তবে যে মন বুদ্ধিমান,
সেই মন সারা জীবন অবুঝ থাকতে পারে না।
সেই মন বুঝে যায় অতি সহজেই
কবিতার আবেগ দিয়ে জীবনের বাস্তবতাকে
কখনোই জয় করা যায় না।


জীবন কবিতার মতো কোমল নয়,
পাথরের মতো শক্ত।
পাথর খোদাই করে কেউ কবিতা লেখে না,
লেখে নরম কাগজে নরম মন নিয়ে।
নরম মনেই অনুভূতি জন্মায়,
পাথুরে মনে কখনোই নয়।


নরম মন নিয়েই পাথরের আঘাত সহ্য করি।
মন ভেঙে পড়ে, বন্ধ হয় কবিতা লেখা,
আবার লিখি, নরম মনই দেখায় পথ।
শক্ত মনে কোনো কবিতা জন্মায় না,
তাই শক্ত মনের মানুষ বেশি পথ হারায় এই জগতে!