১) এখন সবে আঠেরো


মাত্র আঠেরো
ভাবনা চিন্তা প্রচুর
তবে যুক্তি কম
একেবারে নেই বললেই চলে
পুরো আবেগ
ফুটন্ত আবেগ আনে দুর্বার সাহস
সাথে প্রাণহীন যুক্তি
সব কাজ পারে এই বয়স
সৎ কাজ কম
অসৎ বেশি
কারণ সৎ কাজে ভুল করায়
যুক্তিহীনতা আবেগের বশে
সমাজনীতি রাজপাট ধর্মসংস্কার
সব ধুয়ে মুছে যায় অযুক্তির অন্ধকারে
দূরে দেখতে না পারার অক্ষমতা
মৃত্যুর ভয় হয়ে চেপে ধরে অস্তিত্বকে।


২) যে মানুষ তোমায়


যে মানুষ তোমায় শ্রদ্ধা করে,
তাকে কখনো অশ্রদ্ধা করো না।
যে মানুষ তোমায় ভালোবাসে,
তাকে কখনো ঘৃণা করো না।  
যে মানুষ তোমায় বিশ্বাস করে,
তাকে কখনো অবিশ্বাস করো না।  
যে মানুষ তোমার ভালো চায়,
তাকে কখনো বিপদে ফেলো না।  


মানুষ হয়ে জন্মেছ,
মানুষ হয়েই মরো-
মানুষের কাছে এটাই হোক মানুষের অঙ্গীকার!