নিজের মন নিয়ে লিখতে লিখতে আমি ক্লান্ত-
একই বাঁশির সকরুণ সুর।
সুর কে না ভালবাসে!
কিন্তু একঘেয়েমি সুস্থ মন এড়িয়ে চলে...


লিখতে ইচ্ছে করে তোমার মন নিয়ে-
সবার আগে খুঁজি আমার মনের সাথে কোথায় মিল,
মিল খুঁজতে খুঁজতে চোখে পড়ে মিলের হেতু- অমিল।


অমিল দিয়েই রচনা করি কাব্য।
না মিলতে মিলতে মিলে যাক
জীবনের বেহিসাবী অঙ্ক।
উত্তর লেখা আছে ভালবাসায়
প্রাণের আশায়
মানের তৃষ্ণায়।


তুমি বলে যাও,
লিখে যাই আমি।
তোমার চাবি দিয়েই খুলি আমার ঘরের জং ধরা তালা।
একটু তেল লাগিয়ে নিলে হয়-
মনের আবেগের সাথে মেশা প্রাণের চাঞ্চল্য।
কথা কাটাকাটি হতে হতে মিলে যাক
কথা দেওয়া প্রতিশ্রুতি-
জন্ম নিক একটা নতুন ধরণের লেখা...