একটাই চাঁদ- কখনও পূর্ণিমা, কখনও ঈদ।
একটাই জীবন- কখনও জল, কখনও পানি।
একটাই অবলম্বন- কখনও ঈশ্বর, কখনও আল্লা।
একটাই মন্ত্র- কখনও বেদ, কখনও কোরান।
একটাই ভালোবাসা- কখনও শুভেচ্ছা, কখনও মুবারক।
একটাই সুর- কখনও কীর্তন, কখনও আজান।
একটাই ছাউনি- কখনও মন্দির, কখনও মসজিদ।
একটাই মানুষ- কখনও হিন্দু, কখনও মুসলমান।