মানুষই ঈশ্বর- মানুষের বক্তব্যই শেষ কথা |
রাজার রাজত্বে মানুষই রাজা- মানুষের সুখ দুঃখে ইতিহাস গাঁথা ||


বিন্দু বিন্দু জল মিলেমিশে হয় সাগর |
প্রজাই রাজার বল- প্রজার চেতনায় আলোকিত রাজার ঘর ||


রাজধর্ম পালন কে করবে শুনি |
প্রজার জরা-ব্যাধি মেটায় যে, সেই রাজাই গুণী ||


সব প্রজাই রাজার সন্তান- চোখ দেখুক সকলকে সমান |
প্রজাও আবদার করে রাজার কাছে কারণ সে তার পিতার সম্মান ||


ভাইয়ে ভাইয়ে মিল নেই যখন, তখন বাড়ি ভাগ |
পিতার বর্তমানে সমতা ফেরে, গলে জল হয় রাগ ||


হাতের পাঁচটা আঙ্গুল আলাদা, তবে কাটলে সমান ব্যথা লাগে |
পিতার সুশিক্ষায় সন্তানের অন্তরের চেতনা জাগে ||


অভিমান ভুলে একতায় ফেরে- এক বাগানের ফুল |
নদীর জলেই উর্বর এপার ওপার, আবার বন্যায় ভাসে দু কূল ||


চলবে