১) গল্প হলেও সত্যি


সবাই সমান হয় না।
এই কারণেই হাতের পাঁচটা আঙ্গুল আলাদা।
আমি ভাল মানেই জগৎ ভাল নয়,
তাকে শত ভাল ভাবলেও।
আমি খারাপ মানে জগৎ খারাপ নয়,
তাকে শত খারাপ ভাবলেও।
ভাল মানুষ ভাল মানুষের পাশেই থাকুক,
তাহলে খারাপ মানুষেরা বেশি দূর এগোতে পারবে না।
কিন্তু সেই ভাগ্য আর কতজনের আছে বলুন!
ভাল মন্দ মিশিয়েই যেমন বিশ্ব সংসার,
তেমনই ভাল মন্দ মিশিয়েই আমার আপনার সংসার।
যেহেতু আমাদের সকলেরই হাতের পাঁচটা আঙ্গুল আলাদা,
সকল ভালকেই শুনতে হয় মন্দ উপাখ্যান
আর সকল খারাপই ঝেড়ে ফেলে দেয় ভাল ভাল উপদেশের কথা।
ভালও বাঁচুক, মন্দও বাঁচুক, বাঁচুক সোনার সংসার।
দেখবেন খারাপ যেন ভালকে ছাপিয়ে না যায়।


২) নিজের মতো


এখন যে যার নিজের মতো,
একা বাঁচা যায় না জেনেও।
সমাজ এমনই-
নিজের মতো থাকো,
নিজের মতো বাঁচো,
নিজের জীবন নিজে গড়ো...
কে কী করল, তাতে কারো কোনও মাথা ব্যথা নেই।


আমি কেবল
নিজের মতো ভাবি আর নিজের মতো লিখি।
আমার ভাবনা আর লেখার ওপর কারো কোনও অধিকার নেই।
থাকা, বাঁচা, জীবন গড়া...সবই আর পাঁচজনের সাথে...
আমি আনসোসাল (unsocial) হলেও হতে পারি, এন্টিসোসাল (antisocial) কখনোই নই!