আমি চলবো আমার পথে- বিশ্ব আদালতের দরবারে |
মানুষের মুক্তি চাই, অমানুষের বিচার চাই- পর্বত সমান বাধা আটকাতে না পারে ||


আমি জীবন দিতে প্রস্তুত, নেবো নাকো জীবন |
আমার বিশ্বাস ঠুনকো নয়- রক্তের খেলায় নয় তার স্থাপন ||


ডাক শুনে কেউ সারা না দেয় যদি, চলবো একা |
স্রোত সদা প্রবাহমান, ফলগুতে বালির নীচে জলোচ্ছ্বাস- তবু মানুষকে নয় ধোঁকা ||  


হারি বা জিতি অথবা পথে যেতে পারি মারা |
বন্দি দশা আজীবন- স্বপ্ন অধরা ||


পিঠ দেখাবো না জীবন যুদ্ধে, ধরবো নাকো অস্ত্র |
ন্যায়ই সম্বল, প্রেমই পাথেয়- স্বেচ্ছায় বিষ পান করে কে, পরিধানে ছিন্ন বস্ত্র ||


পাওয়া, না পাওয়ার হিসেব কষা, আমার পোষায় না |
শান্তিই তো পাবো- অন্তরের নেইকো অজানা ||


বলো গণতন্ত্রের জয় |
অকুতোভয় মানুষ খুঁজে পাক নিজের আশ্রয় ||


সমাপ্ত