ভাগ করে খেতে সবাই পারে না- কেউ আবার শিখেও শেখে না |
গণতন্ত্রের প্রয়োগেই অপপ্রয়োগ- অতি আলোয় চোখ কানা ||


কৃষক কৃষকই রয়ে গেল, নয়কো সে অন্নদাতা |
সৈনিকের জীবন তুচ্ছ, মোম জ্বালি, লিখে ভরাই সাদা খাতা ||


মুটে মজুর মুচি মেথর- এদের ছোঁয়া আজও পাপ |
ওপর দিকে থুতু ফেলি- নিজেরই লাগে অভিশাপ ||


দরিদ্র হয় দরিদ্রতম, ধনী ধন কুবের |
নিম্ন মধ্যবিত্ত হাত পাতে না, উচ্চ মধ্যবিত্তের আছে ঢের ||


শুনছি মধ্যবিত্ত শব্দটা উঠে যাবে অভিধান থেকে |
বিপুল প্রাসাদের মুক্তাঙ্গন হাভাতে মানুষের আর্তনাদে যাবে ঢেকে ||


মধ্যবিত্ত আছে বলেই গণতন্ত্র আছে টিকে |
একাল সেকাল বাঁধা আছে- মেরুদণ্ড যায়নি বেঁকে ||


নীচের দিকে কেউ চায় না, তাহলে যায় না ওপরে ওঠা |
আকাশের দিকে তাকিয়ে চললে গর্তে পড়বে বোকা পাঁঠা ||


চলবে