পেটের জ্বালা বড় জ্বালা- সন্তানের নয়, ভাতের |
কত খাবার নষ্ট হয়, মজুদও থাকে অকারণে- নিতে জানলেও দিতে জানে না তালু হাতের ||


মা সমান ভাগে সন্তানদের দুধ খাওয়ান |
দেশ মানুষের, মানুষ দ্বারা গঠিত, মানুষের জন্যই তার অভ্যুত্থান ||


কেউ লোভের বশে শোষণ করে- শুরু রাজনীতি |
কেউবা ক্ষোভের বশে আন্দোলন- সামাজিক রীতি ||


রাজনীতির সাথে গণতন্ত্রের নেই কোনও যোগ |
বাঁচার তাগিদই বাঁচতে শেখায়- মতবাদ অপারগ ||


এটাই যে বেঁচে থাকার মন্ত্র- আবালবৃদ্ধবনিতার কণ্ঠস্বর |
রাজনীতি কারোকে বাঁচায় না- শোষণের ষড়যন্ত্রে মানবতা নিথর ||


বুথে বুথে গিয়ে ভোট দেওয়া গণতন্ত্র নয় |
আপন আসনে আসীন হোক জীবন যুদ্ধের জয় ||


চাওয়া পাওয়ার শেষ নেই, তবু তাগিদের প্রয়োজন |
সব গাছেরই শিকড় আছে- ভূমি আপনজন ||


চলবে