'তুমি আত্মকেন্দ্রিক,
তোমাকে শত ধিক' |


'ভাত দেওয়ার সময় মা বলতেন-
একদিন তুই রোজগার করবি অঢেল |
আমি বলতাম- আমাকে ভালোবেসে খাওয়াও না,
আমি যে তোমার ছেলে, তোমার আছে কী কোনও আক্কেল!
বাবা বলতেন- তুই বিদেশে চলে যা |
পাড়ার লোক মুখ টিপে দিতেন উপদেশ-
এত যে করছো এতে তোমাদের লাভ কী?
আত্মীয়স্বজন হাসতেন- ছেলেটা বাবা মাকে লুটছে বেশ!
দু চোখে জল ভরে
নিলাম আমি শপথ-
রোজগার করবো যেদিন থেকে মাড়াবো না কভু
অতীতের কাঁটা ভরা অন্ধকার পথ' |


'তাহলে দেখছি গড়ে তোলায় ছিল গলদ:
ভালোবাসা না পেলে সন্তানের জীবনে ঘোর বিপদ |
আবার আদর অধিক দিলেই হল,
গাছের ডালে বসে দাঁত দেখাবে অসভ্য বাঁদরগুলো |
সন্তান অতি আদরে নষ্ট হয়,
ব্যথা দিলে কষ্ট পায় |  
স্নেহই চাবিকাঠি:
শক্ত করে ভবিষ্যতের মাটি' |