জ্ঞান অত সস্তার জিনিস নয়
যে যাকে তাকে দিয়ে দেবো।


জ্ঞানপাপীরা ভুল জানে
আর জ্ঞানদাতারা অর্ধেক জানে।
প্রকৃত জ্ঞানী জানে
যে সে নিজের জায়গায় ঠিক।
তার জায়গায় কোনো
জ্ঞানপাপী বা জ্ঞানদাতা বসে না,
নেড়ি কুকুর বসলেও বসতে পারে!


সরকারকে পয়সা দিতে হয়
জ্ঞান অর্জন করার জন্য।
জ্ঞান দান করার জন্য
সরকার উল্টে পয়সা দেয়।
সরকারের পাশে এখন বেসরকারী দাঁড়ায়।


জ্ঞান বড়ই মূল্যবান,
যদিও টাকার অংকে মাপা যায় না,
তবু টাকা দিয়ে কেনা বা বেচা যায়।  


মানুষের মন সস্তার, জ্ঞান নয়।
ভাববেন না যে জ্ঞান দিচ্ছি।